করোনা পরিস্থিতি‌তে মাধ্যমিক স্তরের ছাত্র‌ছাত্রীদের মনোবল বাড়াতে তাদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাসের ব‍্যবস্থা করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA)

ABTA



জলপাইগুড়ি‌র বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্র‌ছাত্রীদের নিয়ে গত আগস্ট মাস থেকেই শুরু হয়েছে এই কোচিং ক্লাস। মাধ্যমিক স্তরের ছাত্র‌ছাত্রীরা যাতে পরীক্ষায় আর‌ও ভাল রেজাল্ট করতে পারে এজন্য এই কোচিং ক্লাসের উদ‍্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা।

ছুটির দিনেও শিক্ষক-শিক্ষিকারা বাড়িতে না থেকে তারা কিন্তু ছাত্র-ছাত্রীদের পাশেই রয়েছেন বিভিন্ন স্কুলের বর্তমান শিক্ষক‌দের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক‌রাও এসে ক্লাস নিচ্ছেন এখানে।

মাধ্যমিকের বেশ কিছু বিষয়ে পড়ানোর ব‍্যবস্থা করা হয়েছে। প্রতিদিন প্রায় ৫০ জন ছাত্র‌ছাত্রীকে বিনামূল্যে কোচিং ক্লাস দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা।

এভাবে বিনামূল্যে কোচিং ক্লাসে পড়াশোনা করার সুযোগ পেয়ে খুব খুশি ছাত্র‌ছাত্রীরা। মাধ্যমিকে খুব ভাল রেজাল্ট হবে বলে তারা সকলেই আশা করছে।