pm modi



৩ কৃষি আইন প্রত্যাহার কেন্দ্রের। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ।


কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইন (Farm Laws) বাতিলের সিদ্ধান্তে বড় জয় দেখছেন আন্দলনকারী কৃষকরা।




জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কৃষি ও কৃষকের গুরুত্ব ও উন্নতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার কৃষি ও কৃষকদের উন্নতিতে কী কী পদক্ষেপ নিয়েছে তাও জানান।


প্রধানমন্ত্রীর বলেন-


কৃষকদের কল্যাণে আমাদের সরকার অগ্রাধিকার দিয়েছে । কৃষকদের সমস্যা কাছ থেকে দেখেছি । দেশের বেশিরভাগই ক্ষুদ্র কৃষক ।


কৃষকরা যাতে তাদের কঠোর পরিশ্রমের জন্য সঠিক মূল্য পান তা নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল ।


আমরা কৃষকদের যুক্তিসঙ্গত হারে বীজ এবং মাইক্রো-সেচ, ২২ কোটি মৃত্তিকা স্বাস্থ্যকার্ডের মতো সুবিধা দেওয়ার জন্য কাজ করেছি। এই ধরনের বিষয়গুলি কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে ।


আমরা ফাসল বিমা যোজনাকে শক্তিশালী করেছি, আরও কৃষককে এর আওতায় নিয়ে এসেছি । আজ কেন্দ্রের কৃষি বাজেট আগের তুলনায় পাঁচ গুণ বেড়েছে। সওয়া লাখ কোটি টাকা কৃষি খাতে খরচ করা হচ্ছে ।




কৃষকদের জন্যই আনা হয়েছিল ৩টি কৃষি আইন । সংসদে আলোচনার পরেই আইনগুলি আনা হয়েছিল । ৩ আইনকে স্বাগত জানিয়েছেন অনেক কৃষক সংগঠন । এই আইন আনার পিছনে সরকারের সৎ উদ্দেশ্য ছিল। কিন্তু কিছু কৃষককে আমার বোঝাতে পারিনি এর গুরুত্ব
আমরা কৃষকদের কথা বোঝার আপ্রাণ চেষ্টা করেছি । ২ বছর এই আইন স্থগিত করবার কোথাও বলা হয়েছিলো।

প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, আমি পরিস্কার মনে বলছি আমাদের প্রচেষ্টায় খামতি থাকতে পারে আমরা সেটা বুঝতে পারিনি। আজ গুরু নানকের পবিত্র প্রকাশ পর্ব। আজ আমি আপনাদের এটা বলতে এসেছি যে, আমরা তিনটি কৃষি আইন রদ করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষের দিকে শুরু হতে চলা অধিবেশনে তিনটি কৃষি আইন রদ করার প্রক্রিয়া শুরু হবে। আমি কৃষকদের কাছে আবেদন করছি যে, তাঁরা যেন বাড়ি ফিরে যায়।"


উল্লেখ্য, কৃষকরা এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। প্রথম দিনেই দিল্লি-হরিয়ানা সীমানার আম্বালায় পুলিশের বাধা মুখে পড়তে হয়েছিল তাঁদের। তারপর দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে। কিন্তু, সুরাহা হয়নি। চাপে পড়ে দেড় বছরের জন্য তিনটি কৃষি আইন স্থগিত রাখতে রাজি বলেও আশ্বাস দেয় মোদি সরকার। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। কৃষকরা আইন প্রত্যাহারের দাবি থেকে একচুল সরেননি সেই সময় থেকেই।

বিস্তারিত ভিডিওতে-