তিন কৃষি আইন প্রত‍্যাহারের সিদ্ধান্ত ঘোষনার পরেই সংগ্রামী কৃষকদের অভিনন্দন মমতার





দেশজুড়ে প্রতিবাদ, রাজধানী দিল্লীর সীমান্তে কৃষকদের আন্দোলন, অবশেষে পেল জয়। কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইন প্রত‍্যাহারের সিদ্ধান্ত ঘোষনা করলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




গুরু নানকের জন্মদিনে আজ জাতির উদ্দেশে ভাষণে বিতর্কিত তিন কৃষি আইন প্রত‍্যাহারের সিদ্ধান্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর পরেই সংগ্রামী কৃষকদের অভিনন্দন জানিয়ে টুইট করেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।




‘প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন ... এই আন্দোলনকারী কৃষকরা তাঁদের প্রতি হওয়া কোনও নিষ্ঠুরতাতেই দমেননি। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য রইল গভীর সমবেদনা’। প্রধানমন্ত্রীরঘোষণার পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের