IBPS Clerk 2025 - IBPS Clerk Notification - IBPS Clerk Vacancy - IBPS Clerk Apply Online - IBPS Clerk Last Date
সরকারি ব্যাংকে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) ২০২৫ সালের ক্লার্ক পদে নিয়োগের জন্য ১০,২৭৭টি শূন্যপদ ঘোষণা করেছে। এই নিয়োগের জন্য অনলাইন আবেদন করার শেষ তারিখ ২১ আগস্ট ২০২৫। আবেদনপত্র পূরণের পর তার প্রিন্ট কপি ২৫ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা যাবে। আবেদন করতে হবে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে।
এই নিয়োগ প্রক্রিয়ার প্রারম্ভিক পরীক্ষা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এবং মূল পরীক্ষা নভেম্বর মাসে হবে। উল্লেখযোগ্যভাবে, IBPS ২০২৪ সাল থেকে ক্লার্ক পদটির নাম পরিবর্তন করে ‘কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট’ করেছে। তাই আবেদনপত্রে এই নতুন নাম দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৫ সালের IBPS Clerk নিয়োগে তিনটি বড় পরিবর্তন এসেছে। প্রথমত, পরীক্ষার প্যাটার্নে পরিবর্তন হয়েছে। এবার প্রিলিমস পরীক্ষায় ১৯০-এর পরিবর্তে ১৫৫টি প্রশ্ন থাকবে। জেনারেল ও ফাইনান্স অ্যাওয়ারনেস এবং রিজনিং বিভাগে ৫০-এর জায়গায় ৪০টি প্রশ্ন, এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডে ৫০-এর জায়গায় ৩৫টি প্রশ্ন থাকবে। যদিও মোট নম্বরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।
দ্বিতীয় পরিবর্তন হলো লোকাল ভাষা পরীক্ষা। মূল পরীক্ষার পর সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় একটি ভাষা পরীক্ষা নেওয়া হবে। তবে যাঁরা ১০ম শ্রেণি বা তার বেশি স্তরে সেই ভাষা বিষয় হিসেবে পড়েছেন, তাঁদের এই পরীক্ষা দিতে হবে না।
তৃতীয় পরিবর্তন হলো আবেদনপত্রে সংশোধনের সুযোগ। এবার রেজিস্ট্রেশনের পরেও আবেদনপত্রে কিছু তথ্য সংশোধন করা যাবে, যদিও এর জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।
এই নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা নির্ধারিত হয়েছে ২০ থেকে ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
এই নিয়োগ প্রক্রিয়া ব্যাংকিং খাতে চাকরি করতে ইচ্ছুক হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি বড় সুযোগ। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্য কালই শেষ দিন। তাই দেরি না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊