কোজাগরী লক্ষ্মী পূজা- কবে কখন পূর্ণীমা তিথি জেনে নিন
ঋক বেদে শ্রী ও ঐশ্বর্যের দেবী অর্থে লক্ষ্মীর নাম পাওয়া যায়। লক্ষ্মী সর্ব সম্পদে সফলা, সকল স্ত্রী ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী।
লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাঁদের সঙ্গিনী হন। কৃষ্ণের দুই স্ত্রী রুক্মিনী ও সত্যভামাও লক্ষ্মীর অবতার রূপে কল্পিত হন।
লক্ষ্মীর পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ পূজা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন। মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়।
এবছর কোজাগরী লক্ষ্মীপূজা গতবছরের মতন দুইদিন। ১৯ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭ টা ৩ মিনিটে শুরু হয়ে পরের দিন ২০ অক্টোবর রাত্রি ৮ টা ২৬ মিনিটে শেষ হবে।
Kojagara Puja on Tuesday, October 19, 2021
Kojagara Puja Nishita Time - 10:57 PM to 11:46 PM
Duration - 00 Hours 50 Mins
Moonrise on Kojagara Puja Day - 04:36 PM
Purnima Tithi Begins - 07:03 PM on Oct 19, 2021
Purnima Tithi Ends - 08:26 PM on Oct 20, 2021
6 মন্তব্যসমূহ
Joy maa laxmi
উত্তরমুছুনখুব ভালো তথ্য পেলাম ।।
উত্তরমুছুনNice post 📯
উত্তরমুছুনJay maa lakkhi
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনImportant News
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊