Latest News

6/recent/ticker-posts

Ad Code

SAFF CUP: ফাইনালে ভারত, জোড়া গোলে Pele-কে টপকে গেলেন Sunil Chettri

SAFF CUP: ফাইনালে ভারত, জোড়া গোলে Pele-কে টপকে গেলেন Sunil Chettri


Sunil Chettri




সাফ ফাইনালে (SAFF Cup) ভারত। বুধবার মালদ্বীপকে হারিয়েছে ভারত। শনিবার নেপালের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে ভারত।সুনীল ছেত্রীর জোড়া গোল এবং মনবীর সিংয়ের গোলে মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
.



এদিন শুরু থেকেই অনেকটাই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ইগর স্টিম্যাচের দল। যদিও পালটা লড়াই করছিল মালদ্বীপ।৩৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দেন মনবীর। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল শোধ করে মালদ্বীপ।প্রথমার্ধের খেলার পর স্কোর ছিল ১-১।




৬২ মিনিটে গোল করে দলকে ফের এগিয়ে দেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে গোল করার বিষয়ে নেপালের বিরুদ্ধেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়েছিলেন। আর এদিন প্রথম গোলটি করেই টপকে গেলেন পেলেকে । ফুটবল বিশ্বে আন্তর্জাতিক গোলের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতীয় ফুটবলের বর্তমান আইকন।




৭১ মিনিটে ফ্রি-কিক থেকে হেড করে ভারতের জয় নিশ্চিত করেন সুনীলই। ম্যাচের শেষদিকে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন শুভাশিস বোস। শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচে জিতে সাফ কাপের ফাইনালে উঠল ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code