IPL 2021, KKR vs DC: ডু আর ডাই ম‍্যাচে ১৩৬ রানের টার্গেট কলকাতার সামনে

IPL 2021, KKR vs DC: ডু আর ডাই ম‍্যাচে ১৩৬ রানের টার্গেট কলকাতার সামনে




ডু অর ডাই ম‍্যাচে ১৩৫ রানে আটকে গেল দিল্লী ডেয়ার ডেয়ারডেভিলস। কলকাতার সামনে ১৩৬ রানের টার্গেট। ১৩৬ রান করেই ফাইনালে যেতে হবে কলকাতাকে। 

দিল্লির প্রথম একাদশ

শিখর ধাওয়ান, পৃথ্বী শ', শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটকিপার), সিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিক নরকিয়া, আবেশ খান।


কেকেআর-এর প্রথম একাদশ


শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।


টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্সের ক‍্যাপ্টেন ইয়ন মর্গ‍্যান। 


শুরুতেই দিল্লী শিবিরকে ধাক্কা দেন শাকিব অল হাসান। প্রথম ওভারে মাত্র ১ রান দেন তিনি। পঞ্চম ওভারের প্রথম বলেই পৃথ্বী ১২ বলে ১৮ করে ফেরেন। পৃথ্বীকে ফেরান বরুণ। দশ ওভারে এক উইকেট হারিয়ে ৬৫ রান তোলে দিল্লী। মার্কাস স্টোইনিসকে বোল্ড করলেন শিবম মাভি। ২৩ বলে ১৮ রান করে আউট হন স্টোইনিস। ৩৯ বলে ৩৬ করে শাকিবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। ১৫ ওভারে ৩ উইকেটে ৯০ রান তোলে দিল্লি।৬ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন পন্ত। লকি ফার্গুসনের বলে ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠি। ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯০ রান দিল্লির। ২০ ওভার শেষে ১৩৫-এ শেষ হয় দিল্লীর ইনিংস। ১৩৬ রানের টার্গেট কলকাতার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ