শুধু Digital Health ID নয়, আরও এক দুর্দান্ত সুবিধা নিয়ে এলো Ayushman Bharat Digital Mission
শুরু হয়েছে Digital Health Card ID এর আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। একই সাথে আরও একটা দুর্দান্ত সুবিধা নিয়ে এলো Ayushman Bharat Digital Mission.
আপনি যদি কোন স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকেন তবে তা অনলাইনে জনসাধারনের মাঝে জানানোর দায়িত্ব নেবে সরকার। এই পরিষেবায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ এবং ইমেজিং সেন্টার, ফার্মেসী ইত্যাদি সহ সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সুবিধা প্রদানকারীরা ( Health Facility Registry) নাম নথিভুক্ত করতে পারবেন একদম বিনামূল্যে।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে- এই স্বাস্থ্য সুবিধা রেজিস্ট্রি ( Health Facility Registry) দেশজুড়ে সমস্ত স্বাস্থ্য সুবিধার একটা বিস্তৃত ভান্ডার তৈরি করবে-অর্থাৎ সমস্ত পরিষেবা চলে আসবে এক ছাতার তলায়।
তালিকাভুক্ত স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য সুবিধাগুলিকে ভারতের ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেমের সাথে সংযুক্ত করবে। সিস্টেমটি অত্যন্ত সুরক্ষিত এবং স্বাস্থ্য সুবিধা সাইন আপ করলে অনেক ডিজিটাল সেবার অ্যাক্সেসও পাওয়া যাবে।
এইজন্য আপনাকে যা করতে হবে-
- প্রথমেই - https://facility.ndhm.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
- Find My Facility তে আপনার পরিষেবার যাবতীয় তথ্য প্রদান করে Search and Registry তে ক্লিক করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊