Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking: অবশেষে IPL-এ যুক্ত হল দুটি নতুন দল

Big Breaking: অবশেষে IPL-এ যুক্ত হল দুটি নতুন দল


IPL


আগেই জানা গিয়েছিল আগামী আইপিএল-এ যুক্ত হবে আরও দুটি দল। সেই মতোই এগোচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আমদাবাদ, লখনউ, ধরমশালা, ইন্দোর, কটক ও গুয়াহাটি, আইপিলের নতুন দলের লড়াইয়ে ছিল এই ৬টি শহর। আর এই দুই দলের মালিকানা দখলের লড়াইয়ে ছিল আদানি গ্রুপ, গোয়েঙ্কা গ্রুপ, সিভিসি ক্যাপিটালের মতো সংস্থাগুলি। এছাড়াও, সলমান, রনবীর, দিপীকার মত হেভিওয়েট, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স ফ্যামিলিও লড়াইয়ে নাম লেখায়।




অবশেষে দুটি দল যুক্ত হয়েছে আজ। আজ দুই দল নির্ণয়ে বসেছিল নিলাম আর সেই নিলাম থেকেই আমদাবাদ ও লখনউ জায়গা করে নিল আইপিএলে। RPSG Ventures Ltd ৭০৯০ কোটি টাকায় লখনউয়ের মালিকানা কিনে নেয়। ৫৬২৫ কোটি টাকায় আমদাবাদের মালিকানা চলে যায় CVC Capital Partners-এর হাতে। ২টি বাড়তি দল যোগ দেওয়ায় পরের আইপিএলে মোট ৭৪টি ম্যাচ আয়োজিত হবে।




জানা যাচ্ছে, আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির হোম স্টেডিয়াম হতে চলেছে মোতেরার নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম, দর্শকাসনের নিরিখে যা এই মুহূর্তে বিশ্বের সবথেক বড় ক্রিকেট স্টেডিয়াম। লখনউ ফ্র্যাঞ্চাইজির বেস ক্যাম্প হতে চলেছে ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়াম। দু'টি নতুন আইপিএল দল বিক্রি করে বোর্ডের আয় হয় ১২৭১৫ কোটি টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code