কেন বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়? জানালেন নিজেই





গতকালেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।গতকাল ডেরেক ও ব্রায়েন উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন আসানসোলের দু’বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর তৃণমূলে যোগ দিয়ে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের হয়ে সাংবাদিক বৈঠক করলেন বাবুল সুপ্রিয়।


এদিনের সাংবাদিক বৈঠকে কেন বিজেপি ছাড়লেন সে বিষয়ে স্পষ্ট করলেন বাবুল। তিনি বলেন, ‘আমি প্লেয়িং ইলেভেনেই থাকতে চাই। খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি। মমতা ও অভিষেককে ধন্যবাদ আমাকে প্রথম একাদশে রাখায়।’


তিনি বলেন, ‘আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে। কিন্তু রাজনীতি ছাড়ার বিষয়টি ইমোশনাল ছিল না। অনেকেই আমাকে বলেছিলেন রাজনীতি ছাড়া ঠিক নয়।


তিনি বলেন, ‘বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, আমি খুশি। ৭ বছর ধরে তৃণমূল স্তরে রাজনীতি করেছি, লড়াই করেছি। আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, আমি সেই সুযোগের ব্যবহার করছি।’


বাবুল জানিয়ে দেন, দলবদল করে তিনি ট্রোলিংয়ের শিকার হবেন জেনেও তিনি সেই পদক্ষেপ নিয়েছেন। বললেন, ‘আমি কোনও ইতিহাস তৈরি করছি না। তৃণমূলের প্রস্তাব সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। ট্রোলিং হবে জেনেও দলবদল করেছি।’