Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR আতঙ্কে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তোলার হিড়িক!

SIR আতঙ্কে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তোলার হিড়িক!

sir


ঘোষনা হয়েছে SIR। SIR আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় আতঙ্কের খবর পাওয়া যায়। এমনকি আতঙ্কে আত্মহত্যার মতো অভিযোগ উঠে এসেছে। এদিকে ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড়, বাধপাড়া, নিচুপাড়া ও আশপাশের গ্রামজুড়েও ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক। কেন্দ্রের ঘোষিত SIR (Special Intensive Revision) প্রক্রিয়াকে ঘিরেই চরম উদ্বেগে সাধারণ মানুষ। এলাকার বহু বাসিন্দা হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন।




তাঁদের ধারণা, যদি ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম না থাকে, তবে “অন্যত্র পাঠিয়ে দেওয়া” হতে পারে। ফলে কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতের অনিশ্চয়তার মুখে ব্যাংকে থাকা সামান্য সঞ্চয়টুকু হাতে তুলে নেওয়াই এখন নিরাপদ। আর তাই টাকা তুলতে ব্যাঙ্কে লম্বা লাইন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ বাসিন্দাই বহু বছর আগে পূর্ববঙ্গ থেকে এসে এই এলাকায় বসবাস শুরু করেছেন এবং ভারতের ভোটার হিসেবেও নিবন্ধিত। তবু একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। প্রতিদিনই লেলেগড়ের ব্যাংক শাখাগুলিতে ভিড় উপচে পড়ছে। কেউ কেউ বলছেন, “যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয়, অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে।” আতঙ্কে দিন কাটছে লেলেগড়বাসীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code