BSNL, Reliance Jio, Vi ও Airtel-এর সেরা প্ল্যান আপনার জন্য -Reliance Jio vs Airtel vs Vi vs BSNL: Top prepaid plans
BSNL-WB-STV247
মাত্র ২৪৭ টাকায় BSNL এর এই রিচার্জে রয়েছে ৩০ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ফ্রি ভয়েস কল। ৫০ জিবি ডাটা, ১০০ এস এম এস।
Reliance Jio-WB-401
২৮ দিনের বৈধতার সাথে দৈনিক ৩ জিবি ইন্টারনেট ডাটা-মোট ৯০ জিবি, ১০০ এস এম এস, আনলিমিটেড কলিং, সাথে বিনামূল্যে একবছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন দিচ্ছে। আর সাথে নিজস্ব জিও সিনেমা (Jio Cinema), জিও টিভি (Jio TV) সহ অন্যান্য জিও অ্যাপ (Jio App) অ্যাক্সেসের সুবিধা।
AIRTEL-WB-349
অপরদিকে ২৮ দিনের বৈধতার সঙ্গে AIRTEL এর সবথেকে মূল্যবান রিচার্জ প্ল্যানের দাম ৩৪৯ টাকা। দৈনিক ২.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং UNLIMITED ভয়েস কলিং ছাড়াও ৩৪৯ টাকার প্ল্যান গ্রাহকদের ফাটাফাটি ওটিটি (OTT) সুবিধা প্রদান করে।
একই সাথে Amazon Prime Video সাবস্ক্রিপশন বিনামূল্যে, Airtel Xstream প্রিমিয়াম, Wync মিউজিক, Shaw Academy তে একবছরের সাবস্ক্রিপশন ছাড়াও Apollo 24/7 Circle সাবস্ক্রিপশন ও ১০০ টাকার FASTag ক্যাশব্যাক পাওয়া যায় এই প্যাকে।
Vodafone-Idea-WB-405
৪০৫ টাকা রিচার্জে Vodafone-Idea বা Vi ২৮ দিনের বৈধতার সাথে আনলিমিটেড ভয়েস কল, ৯০ জিবি পর্যন্ত ডাটা, দৈনিক ১০০ এস এম এস এর সাথে Zee5 Premium সাবস্ক্রিপশন Binge All Night ও Weekend Data Rollover এর সুবিধা দিয়ে থাকে।
Find dth and Telecom News including new prepaid, postpaid, broadband plans of Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea, BSNL Telecom news in Bengali. Check Out Tata Sky, Videocon D2h, Dish TV, Airtel Digital TV set top box price, monthly plan, new offer.
2 মন্তব্যসমূহ
দিনে দিনে দাম বেড়েই চলেছে সব কোম্পানির প্ল্যান গুলির।। 😥😓
উত্তরমুছুনImportant news.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊