North Bengal Weather Update- আরও ভাসবে উত্তর- জেনে নিন আগামী ৫ দিনের আবহাওয়াবার্তা 

North Bengal Weather Update




গত কয়েকদিন থেকেই উত্তরবঙ্গে লাগাতার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে । এদিকে শুরু হয়েছে দূর্গা পূজার কাউন্ট ডাউন। আর মাত্র ৪০ দিন। এদিকে চিন্তায় পড়েছে কুমুরটুলি। প্রতিমার কারিগরদের কপালে চিন্তার ভাঁজ। একদিকে করোনা অপরদিকে আকাশে কালো মেঘের ঘনঘটা। আবার এরই মধ্যে বৃষ্টিপাতের আগাম বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

যদিও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, বালুরঘাট, রায়গঞ্জে রৌদ্রোজ্জ্বল ও আংশিক মেঘলা আকাশ ছিলো, তবে কোচবিহারে আজ সকালে হাল্কা রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে- ২ রা সেপ্টেম্বর সাব হিমালয়ান দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 

৩ রা সেপ্টেম্বরেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে কোন সতর্কতা জারী করেনি IMD.