Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুবর্ণ সুযোগ, ভ‍্যাকসিন নিলেই মিলবে Apple AirPods

সুবর্ণ সুযোগ, ভ‍্যাকসিন নিলেই মিলবে Apple AirPods






করোনার কড়াল গ্রাস স্বজনহারা করেছে অনেকে। করোনার সাথে লড়তে দীর্ঘ অপেক্ষার পর এসেছে ভ‍্যাকসিন। অনেকে ভ‍্যাকসিন নিলেও অনেকে নিতে অনিচ্ছুক। একশো শতাংশ ভ‍্যাকসিনেশনের লক্ষ‍্যে ওয়াশিংটন প্রশাসন ঘোষনা করলো পুরষ্কার। টিকাকরণ নিয়ে যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ নিলো ওয়াশিংটন প্রশাসন।




প্রথম ডোজ নিলেই উপহার মিলছে Apple AirPods। পাশাপাশি, ভাগ্য ভাল থাকলে ২৫ হাজার মার্কিন ডলারের স্কলারশিপও পেতে পারেন। এছাড়াও উপহার হিসেবে থাকছে iPad। এই প্রথম নয় এর আগেও টিকা দিলেই একাধিক পুরষ্কারের কথা জানা গিয়েছিল। এবার আরো একবার এমন খবর।




৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে ৭০% মানুষকে ভ‍্যাকসিনেশনের আওতায় আনতে উদ‍্যোগ নেয় প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা নিলেই এক বোতল বিয়ার উপহার দেওয়ার কথা জানা গিয়েছিল। আবার, একাধিক জায়গায় আলাদা পুরষ্কারের কথাও উঠে এসেছিল। কোথাও বিয়ার তো কোথাও স্পোর্টস টিকিট। আবার কোথাওবা অফিস কর্মচারিদের বেতন-সহ ছুটিও দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code