Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবারেও বাদ সোয়াবিন-সেপ্টেম্বরে ৭৮ টাকার Mid-Day Meal এর নির্দেশ

এবারেও বাদ সোয়াবিন-সেপ্টেম্বরে ৭৮ টাকার Mid-Day Meal এর নির্দেশ 

mid day meal teachers

আগস্ট মাসের নির্দেশিকার মতোন সেপ্টেম্বরের মিড-ডে মিলের নির্দেশিকাতেও বাদ পড়েছে সোয়াবিন। গত ৯ আগস্ট মিড ডে মিল প্রকল্পের (mid day meal scheme) প্রোজেক্ট ডিরেক্টরের দপ্তর নির্দেশিকা জারি করে এ তথ্য জানিয়েছে। 





এই  নির্দেশিকায়, দু’কিলো আলুর সঙ্গে চাল দু’কেজি, চিনি ও ডাল ২৫০ গ্রাম করে এবং একটি করে সাবান দেওয়া হবে ছাত্রছাত্রীদের।  মোট ৭৮ টাকার খাদ্য সামগ্রী দেওয়া হবে সেপ্টেম্বরে। 

একদিকে যখন mid day meal এর বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করতে একাধিক শিক্ষক সংগঠন দাবী তুলছেন তখন পুনরায় সোয়াবিন বাদ পড়ায় ক্ষোভ তৈরি হয়েছে। আরও পড়ুনঃ Free তে কোথায় কোথায় কীভাবে পাবেন জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা-জেনে নিন 


পুষ্টির অন্যতম উৎস সোয়াবিন এই করোনা কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক। এই যুক্তি তুলে সরব শিক্ষকদের একাধিক সংগঠনও।


গত মাসে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এই সিদ্ধান্তের প্রতিবাদে মিড-ডে মিল প্রজেক্ট ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে মঙ্গলবার। শিশুদের পুষ্টির প্রতি অবিবেচনা করা হয়েছে এই যুক্তি তুলে ধরা হয়েছে।  নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও গত মাসে মিড-ডে মিলের খাদ্যদ্রব্য বৃদ্ধি করবার জন্যও স্মারকলিপি দেওয়া হয়েছে জেলায় জেলায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code