বাড়ি ছেড়ে প্রায় ৫০০ কিমি পথ পাড়ি দিয়েছিলো, অবশেষে বাড়ি ফিরলো


An aerial view shows a herd of wild Asian elephants crossing the Yuanjiang River in Yuanjiang county of Yuxi, Yunnan province, China August 8, 2021.




হাতিদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঘুরে বেড়ানো কোন অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু তাই বলে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে সেটা যে স্বাভাবিক ঘটনা নয় তা মেনে নিয়েছে হাতি বিশেষজ্ঞরাও।


China's wild elephants head to safety after long trek



চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমের জিশুয়াংবানা এলাকার মেংইয়াংজি নেচার রিজার্ভ বনাঞ্চল থেকে যাত্রা শুরু করেছিল একটি হাতির দল। বনাঞ্চলটি চীনের মিয়ানমার ও লাওস সীমান্ত সংলগ্ন। গত কয়েক মাসে হাতিগুলো দেশটির বেশ কিছু গ্রাম ও শহরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। এই হাতির দলটি এক বছরের বেশি সময় ধরে চীনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে।

China's wild elephants head to safety after long trek




দীর্ঘ এই যাত্রায় ওরা কখনও খেতখামারের ওপর দিয়ে, কখনও বুনো পথে, কখনও লোকালয়ের ব্যস্ত রাস্তা ধরে, আবার কখনোবা মহাসড়কের ওপর দিয়ে চলেছে। এই পুরোটা সময় চীনা মিডিয়া এদের নিয়ে খবর পরিবেশন করেছে।


China's wild elephants head to safety after long trek



অবশেষে ১৬ মাস পর ঘরে ফিরছে হাতিগুলো। দিনরাত খেটে এদেরকে নিজ আস্তানায় ফেরাচ্ছেন দমকলকর্মীরা।

China's wild elephants head to safety after long trek



গত জুনে সংবাদমাধ্যম এপি জানিয়েছিল, হাতিগুলোর ওপর নজর রাখার জন্য জরুরি ও পুলিশ বিভাগের ৪১০ জন সদস্য, ১৪টি ড্রোন এবং বিশটির মতো যানবাহন মোতায়েন করেছে চীনা কর্তৃপক্ষ।


হাতিগুলোর বাড়ি ফিরতে অবশ্য আরও কয়েক মাস লেগে যাবে। হাতিরা সাধারণত দিনে ১৮ মাইল পথ পাড়ি দেয়।