বাড়ি ছেড়ে প্রায় ৫০০ কিমি পথ পাড়ি দিয়েছিলো, অবশেষে বাড়ি ফিরলো
হাতিদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঘুরে বেড়ানো কোন অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু তাই বলে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে সেটা যে স্বাভাবিক ঘটনা নয় তা মেনে নিয়েছে হাতি বিশেষজ্ঞরাও।
চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমের জিশুয়াংবানা এলাকার মেংইয়াংজি নেচার রিজার্ভ বনাঞ্চল থেকে যাত্রা শুরু করেছিল একটি হাতির দল। বনাঞ্চলটি চীনের মিয়ানমার ও লাওস সীমান্ত সংলগ্ন। গত কয়েক মাসে হাতিগুলো দেশটির বেশ কিছু গ্রাম ও শহরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। এই হাতির দলটি এক বছরের বেশি সময় ধরে চীনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে।
দীর্ঘ এই যাত্রায় ওরা কখনও খেতখামারের ওপর দিয়ে, কখনও বুনো পথে, কখনও লোকালয়ের ব্যস্ত রাস্তা ধরে, আবার কখনোবা মহাসড়কের ওপর দিয়ে চলেছে। এই পুরোটা সময় চীনা মিডিয়া এদের নিয়ে খবর পরিবেশন করেছে।
অবশেষে ১৬ মাস পর ঘরে ফিরছে হাতিগুলো। দিনরাত খেটে এদেরকে নিজ আস্তানায় ফেরাচ্ছেন দমকলকর্মীরা।
গত জুনে সংবাদমাধ্যম এপি জানিয়েছিল, হাতিগুলোর ওপর নজর রাখার জন্য জরুরি ও পুলিশ বিভাগের ৪১০ জন সদস্য, ১৪টি ড্রোন এবং বিশটির মতো যানবাহন মোতায়েন করেছে চীনা কর্তৃপক্ষ।
হাতিগুলোর বাড়ি ফিরতে অবশ্য আরও কয়েক মাস লেগে যাবে। হাতিরা সাধারণত দিনে ১৮ মাইল পথ পাড়ি দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊