ক্রীড়া প্রতিযোগিতার প্যান্ডেল ছিঁড়ে ফেলার অভিযোগ, চাঞ্চল্য দিনহাটার পুটিমারিতে
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: গ্রাম পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগের রাতে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়। সোমবার সকালে দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি স্টেডিয়াম মাঠে এই ঘটনাটি প্রকাশ্যে আসে। কে বা কারা রাতের অন্ধকারে এই ঘৃণ্য কাজ করেছে, তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।
জানা গিয়েছে, পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ১৮টি প্রাথমিক বিদ্যালয়, এস.এস.কে (SSK) এবং এম.এস.কে (MSK)-গুলিকে নিয়ে সোমবার ওই মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যেই গত কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল এবং মাঠের একপাশে ছাত্রছাত্রীদের বসার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছিল।
সোমবার সকালে প্রতিযোগিতার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যখন মাঠে পৌঁছান, তখন তারা দেখেন যে বসার প্যান্ডেলটি ছিঁড়ে তছনছ করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে কোনো অসামাজিক কাজ বা প্রতিহিংসা চরিতার্থ করতে এই কাজ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মাঠের সাজসজ্জা নষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। তারা পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত শিক্ষকরা। তাঁদের বক্তব্য, "ছাত্রছাত্রীদের একটি আনন্দানুষ্ঠানে এই ধরণের কাজ অত্যন্ত নিন্দনীয়। যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।"
তবে এই অশুভ বাধা দমাতে পারেনি খুদে পড়ুয়া ও আয়োজকদের উৎসাহকে। প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হলেও, নির্ধারিত সূচি মেনেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শিক্ষকদের দাবি, বাধা-বিপত্তি যাই আসুক না কেন, শিশুদের মনোবল বজায় রাখতেই তাঁরা অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পুরো বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি । এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊