রাজ্যের স্কুল থেকে দশম-দ্বাদশ শ্রেণিতে পড়লে তবেই সরকারি চাকরি! এমনই ঘোষণা এক রাজ্যের







রাজ্যের স্কুল থেকে দশম-দ্বাদশ শ্রেণিতে পড়লে তবেই সরকারি চাকরি, এমনই ঘোষণা করলো ঝাড়খণ্ড সরকার। অর্থাৎ, বাইরের রাজ্য থেকে এসে ঝাড়খণ্ডে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পাওয়া যাবে না। পাশাপাশি চাকরির পরীক্ষা পরিচালনার পাঁচটি নিয়মে বড়সড় বদলে ছাড়পত্র দিল ঝাড়খন্ড সরকার। এছাড়াও, তিনটি নতুন নিয়োগ বিধি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেও জানা গেছে।



নতুন নিয়োগ বিধি গঠনের প্রস্তাবের অধীনে রাজ্য সরকারি চাকরিতে প্রার্থীদের ঝাড়খণ্ডের স্থানীয় রীতিনীতি, ভাষা এবং পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক, প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নিয়মেও পরিবর্তন এবং স্থানীয় তরুণদের অগ্রাধিকার । এমনই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খন্ড সরকার।



বিভিন্ন রাজ্য থেকে হিন্দিভাষী পরীক্ষার্থীর আবেদনে রাজ্যের পরীক্ষায় প্রতিযোগিতা অস্বাভাবিক হারে বেড়ে যেত ফলে এমন সিদ্ধান্ত সরকারের। আরও পড়ুনঃ Free তে কোথায় কোথায় কীভাবে পাবেন জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা-জেনে নিন 



পার্সোনাল বিভাগের প্রধান সচিব বন্দনা ডাদেল বলেন, ' স্টাফ সিলেকশন কমিশনের নীতিতে সংশোধন করা হয়েছে। এতদিন থেকে ম্যাট্রিক এবং ইন্টার লেভেলের নিয়োগের মতো স্নাতক স্তরের পরীক্ষাতেও সরাসরি মেনস পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবর না। এছাড়াও পরীক্ষা বিধিতেও আনা হয়েছে একগুচ্ছ পরিবর্তন।'