ভুয়ো সিমকার্ড দিয়ে তৈরী ই-ওয়ালেট,লক্ষ্য লক্ষ্য টাকার প্রতারণার পর্দা ফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া:-

পৃথিবীর যত আধুনিকীকরণ ঘটছে তার সাথে পাল্লা দিতেও পিছপা হচ্ছে না ডিজিট্যাল প্রতারণাকারীরা ।কখনো মোবাইলে ও.টি.পি পাঠিয়ে তো আবার ফোন কলের মাধ্যমে । আর এবার প্রায় 9হাজার ভুয়ো সিমকার্ড দিয়ে প্রায় 45থেকে 50লক্ষ্য টাকার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ । এই প্রতারণা চক্রের সংগে জড়িত মোট ছয় জনকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে 23টি মোবাইল ফোন, প্রায় 9হাজার ভুয়ো সিম, 10 হাজার ই-ওয়ালেট, 15টি ডেবিট কার্ডসহ 7টিরও বেশি ব্যাঙ্ক পাসবুক উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ ।



বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর, প্রতারণাকারীরা ভুয়ো নথি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির অসংখ্য ভুয়ো সিমকার্ড ব্যবহার করে অনেক ই-ওয়ালেট বানাতো।এবং তারা সেগুলি বিভিন্ন দেশের সাইবার প্রতারণাকারীদের কাছে বিক্রয় করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করত । সিম কার্ডগুলি ব্যবহার করা হয়ে গেলে তারা সেগুলি অন্য অপারেটরে বদল করে নিত ।


সম্প্রতি বাঁকুড়া পুলিশ জেলার বিভিন্ন জায়গায় প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রির খবর পেয়ে তদন্তে নেমে এক ব্যবসায়ীর কাছ থেকে হাজার হাজার প্রি-আক্টিভেটেড সিম কার্ড কেনার খবর পায়। বাঁকুড়ার ধবগ্রামের বাসিন্দা অভিষেক মণ্ডল এই সিম কার্ড গুলো কিনত। তার পর ভুয়ো নথি ও ফেসবুক থেকে ডাউনলোড করা ব্যক্তিদের ছবি বসিয়ে সিমকার্ডগুলি অ্যাক্টিভেট করে চালু করা হতো ই-ওয়ালেট। তারপর চড়া দামে সাইবার প্রতারকদের সিমগুলি বিক্রি করত অভিযুক্ত অভিষেক।

গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, প্রতারকদের সঙ্গে যোগাযোগ গোপন রাখতে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করতো অভিষেক। লেনদেন হতো ক্রিপটোকারেন্সির মাধ্যমে।এদিন তল্লাশি চালিয়ে অভিষেক মণ্ডল-সহ ৬ জনকে গ্রেফতার করেছে বাঁকুড়া জেলা পুলিশ।