Free তে কোথায় কোথায় কীভাবে পাবেন জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা-জেনে নিন
জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা নিতে সাধারণত প্রিমিয়াম ভরতে হয় ৷ কিন্তু কিছু সংস্থা এই সুবিধা দেয় বিনামূল্যে ৷ আসুন একনজরে তা দেখে নেওয়া যাক কোথায় কোথায় কীভাবে পাবেন সি সুবিধা-
LPG-তে ৫০ লক্ষ টাকার বীমা- এলপিজি কানেকশনের সঙ্গে গ্রাহকরা পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজ ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ৷ এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ, কিংবা বিস্ফোরণের দুর্ঘটনা ঘটলে তার থেকে আর্থিক সাহায্য পাওয়া সম্ভব ৷
৭ লক্ষ টাকা বীমার সুযোগ দেয় EPFO- ইপিএফও (EPFO) মেম্বাররা এমপ্লই ডিপোজিট লিংকড ইনস্যুরেন্স স্কিমে (EDLI Insurance cover) এই সুবিধা পান ৷ এই স্কিমে যাকে নমিনি করা হয়, তিনি সর্বাধিক ৭ লক্ষ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভারের আওতায় পড়বেন ৷
AIRTEL দিচ্ছে ২ এবং ৪ লক্ষ টাকার টার্ম লাইফ ইনস্যুরেন্স- এয়ারটেল তাদের প্রিপেড গ্রাহকদের রিচার্জের সঙ্গে সঙ্গেই বিনামূল্যে টার্ম লাইফ ইনস্যুরেন্সের সুবিধা দিচ্ছে ৷ এই সুবিধা পাওয়া যাবে ২৭৯ টাকা ও ১৭৯ টাকা রিচার্জে ৷ ২৭৯ টাকার প্ল্যানে ৪ লক্ষ টাকার টার্ম লাইফ ইনস্যুরেন্সের সুবিধা এবং ১৭৯ টাকার প্রিপেড রিচার্জে ২ লক্ষ টাকার লাইফ ইনস্যুরেন্সের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ আরও পড়ুনঃ এবারেও বাদ সোয়াবিন-সেপ্টেম্বরে ৭৮ টাকার Mid-Day Meal এর নির্দেশ
ফ্রি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা দেয় PNB- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের RuPay Platinum Debit Card-এ ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা দেয় ৷
জনধন অ্যাকাউন্টে বীমা (Jan dhan account)- জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে পাওয়া রুপে ডেবিট কার্ডে ৩০ হাজার টাকার জীবন বীমা এবং ২ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারের সুবিধা পাওয়া যায় ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊