Latest News

6/recent/ticker-posts

Ad Code

ATM-এ টাকা না থাকলে গুনতে হতে পারে জরিমানা

ATM-এ টাকা না থাকলে গুনতে হতে পারে জরিমানা 







বিপদে আপদে যখন-তখন সাধারণ মানুষের হাতে টাকা পৌছাতে ATM পরিষেবা। কিন্তু অনেক সময় দেখা যায় এটিএম-এ টাকা না থাকায় ভোগান্তির শিকার হতে হয় সাধারন মানুষকে। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক। মেশিনে সময়মতো নগদ টাকা না রাখলেই সেই ব্যাঙ্ককে জরিমানা করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।



জানা যাচ্ছে কোনও ব্যাঙ্কের ATM যদি একমাসে মোট ১০ ঘণ্টা 'আউট অব ক্যাশ' থাকে তবে জরিমানা করা হবে সেই ব্যাঙ্ককে। চলতি বছরের ১লা অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।


বিজ্ঞপ্তিতে জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, 'সঠিক সময়ে নগদ টাকা ভরে না রাখলে ATM-গুলিকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সবসময়ে মেশিনগুলিতে পর্যাপ্ত পরিমাণে নগদ থাকে,'


সমীক্ষা করে দেখা গেছে, ATM-গুলি অনেকসময়েই নগদ না থাকার জন্য কাজ করে না। এর ফলে সাধারণ মানুষকে প্রবল হয়রানির শিকার হতে হয়। আর তাই ব্যাঙ্কগুলি বা হোয়াইট লেবেল এটিএম অপারেটরস (WLAOs) তাঁদের সিস্টেম ও মেশিন আরও শক্তিশালী করবে, এবং মেশিনে পর্যাপ্ত নগদ আছে কিনা সেদিকে নজর রাখবে। এর ফলে সময়মতো টাকা পুনরায় ভরে ফেলা যাবে এবং মেশিনে নগদের ঘাটতি হবে না।

কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানা গেছে। 'স্কিম অব পেনাল্টি ফর নন-রিপ্লেনিশমেন্ট অব এটিএমস' অনুযায়ী জরিমানা করা হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।


সেন্ট্রাল ব্যাঙ্ক আরও জানিয়েছে 'যে কোনও ATM-এ এক মাসে ১০ ঘণ্টার বেশি নগদ না থাকলে' ATM প্রতি সরাসরি ১০ হাজার টাকা জরিমানা করা হবে। WLA-এর ক্ষেত্রে যে নির্দিষ্ট ব্যাঙ্ক ওই ATM-এর টাকা ভর্তির দায়িত্বে আছে, তার জরিমানা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code