Apply for job card: এখনো আপনার জব কার্ড হয়নি?  জবকার্ড বানানোর এই সুযোগ হাতছাড়া করবেন না 

Apply for job card



১০০ দিনের কাজ (MGNREGAপ্রকল্পটি কী:

MGNREGA ( Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার ১০০ দিনের কাজ পেতে পারে। জবকার্ড-এর আবেদন করার ১৫ দিনের মধ্যে জবকার্ড প্রদান করা হয়। কাজের আবেদন করার পর ১৫ দিনের মধ্যে কাজ প্রদান করা হয় ।

কারা এই সুবিধা পাবেন:

গ্রামীণ এলাকার যে কোনাে প্রাপ্তবয়স্ক বাসিন্দা। 

Job Card এর আবেদন করতে কী কী লাগবে:

১) সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জবকার্ডের জন্য । 
২) যে কোনাে সরকারি পরিচয়পত্রের ফটো কপি । 
৩) আবেদনকারীর নামে ব্যাঙ্কের পাশবই।
৪) কাজের আবেদন সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে করতে হবে ।

কোথায় যোগাযোগ করতে  হবে? 
সাধারণত গ্রামপঞ্চায়েত এবং বিডিও অফিসে যোগাযোগ করতে হয়, তবে মহাত্মা গান্ধী  জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের (MGNREGA) অধীন জব কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar camp) আবেদন করা যাবে।