কবে থেকে দুয়ারে রেশন? জানিয়ে দিলেন মমতা
কবে থেকে দুয়ারে রেশন? নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, ভাই ফোঁটার দিন থেকেই রাজ্যে শুরু হবে দুয়ারে দুয়ারে রেশন। এর ফলে বাড়ি বসেই মিলবে রেশন। তিনি বলেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেগুলো এক এক করে কিন্তু আমরা করছি। সমাজ সংস্কারে বাংলা নজির তৈরি করেছে।
এদিন তিনি আরও জানান, যারা ওয়ান ন্যাশন ওয়ান রেশনে আসবে তাঁদেরকেও বিনামূল্যে রেশন দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুয়ারে সরকার-এ ৯৯ শতাংশ কাজ পেয়েছে জনগণ। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কাজ খতিয়ে দেখা হবে। ১৭ হাজারের বেশি ক্যাম্পে নথি খতিয়ে দেখা হবে। ১৮টি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে আবেদন করা যাবে ।
তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। ক্যাম্পে যাবেন। সরকারি অফিসার ফর্ম দিয়ে দেবেন। তাতে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না। প্রকল্পের সুবিধা পেতে কোনও ট্যাক্স দিতে হবে না। কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও অভিযোগ থাকে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে টোল ফ্রি নম্বরে জানাতে পারেন। ১০৭০/২২১৪৩৫২৬-এই নম্বরে। বাংলা সহায়ক কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊