সমস্যায় পড়তে চলেছেন বহু এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী- বন্ধ হবে G-Mail, Youtube, Google Map এর মতো পরিষেবা
পুরনো অ্যানড্রয়েড ডিভাইসে (Android Devices) এবার থেকে সব ধরনের পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল টেক জায়ান্ট গুগল (Google)।
সংস্থাটি জানিয়েছে, ২.৩.৭ অথবা তার চেয়েও কম অ্যানড্রয়েড সংস্করণের ডিভাইসে আর গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করা যাবে না। গুগলের পরিষেবা ব্যবহার করতে এবার থেকে অ্যানড্রয়েড ফোনে কমপক্ষে অ্যানড্রয়েড সংস্করণ ৩.০ বাধ্যতামূলক করা হচ্ছে।
যদি ফোনের অ্যানড্রয়েড সংস্করণ ২.৩.৭ অথবা তার চেয়েও কম হয় তবে ২৭ সেপ্টেম্বরের পর G-Mail, Youtube, Google Map এর মতো পরিষেবা ব্যবহার করতে গেলে ইউজার আইডি বা পাসওয়ার্ড 'Error' দেখাবে।
গুগল জানিয়েছে, গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ডিভাইসে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ আপডেট করার সুযোগ থাকে তবে সেটাই করা উচিত গ্রাহকদের। তাহলেই আর কোনও সমস্যা থাকবে না। সহজেই গুগলের যাবতীয় পরিষেবা ব্যবহার করা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊