Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়ি কি তবে মাদক পাচারের নিরাপদ করিডর? ফের দুই কুইন্টাল গাঁজা উদ্ধার

শিলিগুড়ি কি তবে মাদক পাচারের নিরাপদ করিডর? ফের দুই কুইন্টাল গাঁজা উদ্ধার

শিলিগুড়ি গাঁজা পাচার, এনজেপি থানা, মাদক উদ্ধার শিলিগুড়ি, কে পরিমল গ্রেফতার, ফুলবাড়ি মাদক পাচার, শিলিগুড়ি করিডর, কোচবিহার টু বিহার পাচার, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, Siliguri drug trafficking, marijuana seizure Siliguri, NJP police raid, Phulbari drug bust, Siliguri corridor, crime news West Bengal


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর জুড়ে বাড়ছে মাদকের কারবার, আর তার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে শিলিগুড়ির নাম। ফের শহর সংলগ্ন এলাকা থেকে প্রায় দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কে পরিমলকে। কিন্তু বারবার ভিনরাজ্যের পাচারকারীদের এই করিডর হিসেবে শিলিগুড়িকে ব্যবহার করার প্রবণতা সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ফুলবাড়ির শোভাভিটা এলাকায় ওৎ পেতে ছিল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে পাচার হওয়ার কথা ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। পাচারকারী কে পরিমল শিলিগুড়িকে করিডর হিসেবে ব্যবহার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর ছক কষেছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের জালে ধরা পড়ে সে। ধৃতের বাড়ি অন্ধ্রপ্রদেশের চুত্তুরে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ার কারণে শিলিগুড়ির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাচারকারীদের কাছে নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত এবং বিহার ও অসমের সংযোগস্থল হিসেবে শিলিগুড়ি একটি ট্রানজিট পয়েন্ট। তবে সাধারণ মানুষের অভিযোগ, বারবার ভিনরাজ্যের অপরাধীরা এই শহরকে ব্যবহার করে শহরের পরিবেশ নষ্ট করছে। প্রশ্ন উঠছে, আরও অনেক শহর থাকা সত্ত্বেও বারবার শিলিগুড়িকেই কেন বেছে নেওয়া হচ্ছে?

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পেলেও, একদল নাগরিকের মতে এটি হিমশৈলের চূড়ামাত্র। এখন দেখার, পুলিশ এই চক্রের মূলে পৌঁছাতে পারে কি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code