Latest News

6/recent/ticker-posts

Ad Code

২-এ অশ্বিন, ১০-এ বুমরাহ

২-এ অশ্বিন, ১০-এ বুমরাহ




ICC TEST RANKING -এ যেমন ভালো জায়গায় ভারতীয় ক্রিকেটাররা তেমনি বোলিং-এও পিছিয়ে নেই তাঁরা। টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুজন ভারতীয় দখল করে নিয়েছে সেরা দশের স্থান। যার মধ‍্যে একজন সেরা তিনের মধ‍্যে।




বোলারদের তালিকায় ভারতের স্পিডস্টার জাসপ্রিত বুমরাহ এক ধাপ নেমে দশম স্থানে নেমে এসেছেন। সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৮৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বোলারদের তালিকায় ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে। টিম সাউদি (নিউজিল্যান্ড), জোশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) এবং নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) সেরা পাঁচে জায়গা করে নিয়েছে।




ইংল্যান্ডের অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন এক ধাপ উন্নীত হয়েছেন এবং প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর ষষ্ঠ স্থানে আছেন, যখন তার পেস সহকর্মী মার্ক উড ৩৭ তম স্থান দখল করেছেন।গত মার্চের পর এই প্রথমবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন বুমরাহ। এদিকে বোলারদের তালিকায় প্যাট কামিন্সের পর দুই নম্বরেই রয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code