কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প? নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮টি প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদ করতে হবে।



এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুয়ারে সরকার-এ ৯৯ শতাংশ কাজ পেয়েছে জনগণ। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কাজ খতিয়ে দেখা হবে। ১৭ হাজারের বেশি ক্যাম্পে নথি খতিয়ে দেখা হবে। ১৮টি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে আবেদন করা যাবে ।




লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। ক্যাম্পে গিয়ে সরকারি অফিসারের কাছে ফর্ম নিয়ে আবেদন করতে হবে। ফর্মে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না। পাশাপাশি এদিন তিনি কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে নম্বর জানিয়ে দেন। সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে টোল ফ্রি নম্বরে ১০৭০/২২১৪৩৫২৬-এ ফোন করে অভিযোগ জানানো যাবে। বাংলা সহায়ক কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।