লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা সুবিধা পাবেন? ফর্ম কোথায় পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী 




লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারন শ্রেণির মহিলাদের ৫০০ টাকা করে এবং এসসি, এসটি-দের ১০০০ টাকা করে দেবে সরকার।



সেলফ হেলফ থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, অঙ্গনওয়ারি, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছে সেই পরিবারের ২৫ থেকে ৬০ বছরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে। শুধু মাত্র যারা সরকারী বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করে তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। 



সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, "দুয়ারে সরকার নিয়ে সমস্ত মিডিয়াতে বিজ্ঞাপন গিয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে পেয়েছেন ৯৯ শতাংশ মানুষ। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কাগজপত্র খতিয়ে দেখা হবে। ১৭ হাজারের বেশি ক্যাম্পে নথি খতিয়ে দেখা হবে। ১৮টি প্রকল্পের সুবিধে পেতে ক্যাম্পে আবেদন করা যাবে। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প।'



এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। অন্য কোথাও ফর্ম নিলে হবে না। ফর্মে একটা ইউনিক নম্বর থাকবে তা সরকারের কাছেও থাকবে আর আবেদন কারীর কাছেও থাকবে। দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম নিতে তাই আবেদন করতে হবে।



তিনি আরও বলেন, প্রকল্পের সুবিধে পেতে কোনও ট্যাক্স দিতে হবে না। কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে নম্বর জানিয়ে দেন। সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে টোল ফ্রি নম্বরে ১০৭০/২২১৪৩৫২৬-এ ফোন করে অভিযোগ জানানো যাবে। বাংলা সহায়ক কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।