Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়োগের দাবিতে পথে টেট পাশ প্রার্থীরা, আটক বেশ কয়েকজন

নিয়োগের দাবিতে পথে টেট পাশ প্রার্থীরা, আটক বেশ কয়েকজন 

TET


২০২২ সালে TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের অস্থিরতা দেখা দিল রাজ্যে। আজ করুণাময়ী এপিসি ভবন ঘেরাও করার কর্মসূচি নেন তাঁরা। দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে ৫০ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।


প্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। ফলে বেকারত্বের বোঝা বেড়েই চলেছে।


আজ দুপুরে করুণাময়ী মোড়ের কাছে জমায়েত করে স্লোগান দিতে থাকেন TET উত্তীর্ণ প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করে। কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।


আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আকারে রাজপথে নামবেন তাঁরা।

মিছিল করুণাময়ী থেকে এগোতে শুরু করতেই পুলিশ বাধা দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। পরে বাধা ভেঙে এগোনোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ, আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে প্রিজ়ন ভ্যান ও বাসে তোলে পুলিশ।


একই দিন এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানে একই ছবি ধরা পড়ে। তাঁদের অভিযোগ, কেন এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করা গেল না এবং কেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে? সেই দাবিতে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল শুরু করেছিল এসএফআই সমর্থকেরা। কিন্তু মাঝপথেই পুলিশ মিছিল আটকে দেয় এবং বেশ কয়েক জনকে আটক করে।


আন্দোলনকারীদের হুঁশিয়ারি, তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code