একাদশে ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE





একাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)-র অধীনে থাকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলির প্রধান শিক্ষককে বুধবার একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে খবর।


২২ জুলাই সব স্কুল যাতে মাধ্যমিক পাস করা পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিস বের করে এমনই নির্দেশ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।


পাশাপাশি, ২ থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে স্কুলগুলিকে।


আর অন্য স্কুলের পড়ুয়াদের ভর্তিপ্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে সময়সীমা ১৬ থেকে ৩১ অগাস্ট।


ভর্তি প্রক্রিয়ার মাঝে যেন যাবতীয় কোভিড প্রোটোকল গুরুত্ব সহকারে মেনে চলা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেও জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের সই করা বিজ্ঞপ্তিতে।


একাদশে ভর্তির ক্ষেত্রে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্দেশিকা-

আগামীকাল (২২ জুলাই) সব স্কুলকে মাধ্যমিক পাস করা পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিস বের করতে হবে।

২ থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সেরে ফেলতে হবে স্কুলগুলিকে।

অন্য স্কুলের পড়ুয়াদের ভর্তিপ্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে সময়সীমা ১৬ থেকে ৩১ অগাস্ট।

ভর্তি প্রক্রিয়ার মাঝে যেন যাবতীয় কোভিড প্রোটোকল গুরুত্ব সহকারে মেনে চলা হয়।