বিজ্ঞান বিভাগে একাদশে ভর্তিতে কত শতাংশ বিষয়ভিত্তিক নম্বর লাগবে? বিজ্ঞপ্তি জারি সংসদের




মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। আর এখন জীবনের এই বড় পরীক্ষার সাফল্যের পর ভবিষ্যৎ-এ কি বিষয় নিয়ে এগিয়ে যাবে ছাত্র ছাত্রিরা তা নির্ধারণ করার সময় চলে এসেছে। উচ্চ মাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়াশোনা, সেটা বেছে নেওয়া ও তার জন্য পছন্দমতো স্কুলে একাদশে ভর্তির তোড়জোড় শুরু হয়েছে।


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলে একাদশে পড়ুয়াদের ভর্তি করানো নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। কোনও পড়ুয়া যদি সায়েন্স নিয়ে পড়তে চায়, তাহলে মাধ্যমিকের বিষয়ভিত্তিক কত শতাংশ নম্বর প্রয়োজন তার বিজ্ঞপ্তি সমস্ত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট মহুয়া দাসের জারি করা বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে অঙ্ক, স্ট্যাটিটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, পদার্থবিদ্যা (ফিজিক্স), রসায়ন (কেমিস্ট্রি), ভূগোল (জিওগ্রাফি) ও কম্পিউটার সায়েন্স নিতে গেলে মাধ্যমিকের নির্দিষ্ট বিষয়ে কত শতাংশ নম্বর পড়ুয়াদের পেতে হবে তা জানানো হয়েছে।


একাদশে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের বিষয়ভিত্তিক নম্বরের যোগ্যতামান-

অঙ্ক বা স্ট্যাটিটিক্স- অঙ্কে ৪৫ শতাংশ

বায়োলজিক্যাল সায়েন্স- লাইফ সায়েন্সে ৪৫ শতাংশ

ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা দুটোই- ফিজিক্যাল সায়েন্সে ৪৫ শতাংশ

ভূগোল- ভূগোলে ৪৫ শতাংশ

কম্পিউটার সায়েন্স-অঙ্কে ৪৫ শতাংশ