দুর্দান্ত ফিচার্‌স নিয়ে ২২জুলাই লঞ্চ হতে চলেছে OnePlus Nord 2 5G




২২জুলাই লঞ্চ হতে চলেছে OnePlus Nord 2 5G। গত বছর জুলাই মাসে লঞ্চ হওয়া OnePlus Nord-র পরবর্তী প্রজন্ম OnePlus Nord 2 5G। ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ফোনটি লিস্টিংও করা হয়েছে। একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও তৈরি করা হয়েছে । ভারত এবং ইউরোপের মানুষজনের সঙ্গে OnePlus Nord 2 5G ২২জুলাই লঞ্চ হতে চলেছে বলেই জানিয়েছে Amazon।


কোম্পানির প্রধান, পিট লউ নিশ্চিত করেছেন যে 22 জুলাইটি ডিভাইসটি চালু হবে। একটি টুইট বার্তায় তিনি বলেছিলেন, “OnePlus Nord 2 5G প্রস্তুত? কারণ এটি 22 জুলাই আসছে এবং আপনি যা চাইতে পারেন তা এটি। "


জানা যাচ্ছে, OnePlus Nord 2 5G ফোনে একটি MediaTek Dimensity 1200-AI SoC দেওয়া হচ্ছে। এই MediaTek Dimensity 1200-AI প্রসেসর আসলে Dimensity 1200 চিপসেটের একটি নতুন ভার্সন।


OnePlus Nord 2 5G ফোনে 6.43 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, প্রাইমারি সেন্সর 50MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে লঞ্চ হতে পারে OnePlus Nord 2 5G। একটি 8GB + 128GB এবং অপরটি 12GB + 256GB। এছাড়াও, এই ফোনে থাকছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 4,500mAh ব্যাটারি।