BSNL এর বেশ কিছু চমকপ্রদ নতুন Prepaid Recharge প্ল্যান
বাজারে এলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল (BSNL)-এর বেশ কিছু নতুন প্রিপেইড (Prepaid) রিচার্জ (Recharge)।
BSNL ৪৪৭ টাকার প্ল্যান
প্ল্যানটিতে রয়েছে ৬০ দিনের ভ্যালিডিটি । সাথে ১০০ জিবি হাইস্পিড ডেটা -পুরো দুইমাস অর্থাৎ ৬০ দিনের জন্য। দৈনিক ব্যবহারের কোন সীমাবদ্ধতা নেই।
এছাড়াও রয়েছে অফুরন্ত ভয়েস কলিং (Unlimited Voice Calling), দৈনিক ১০০ এসএমএস (SMS) এবং বিনামূল্যে BSNL tunes ও Eros Now ।
BSNL ২৪৭ টাকার প্ল্যান
২৪৭ টাকার রিচার্জে গ্রাহক ৫০ জিবি দ্রুতগতিসম্পন্ন ডেটা পাবেন যা ৩০ দিনের জন্য বৈধ্য। এছাড়াও রয়েছে অফুরন্ত ভয়েস কলিং (Unlimited Voice Calling), দৈনিক ১০০ এসএমএস (SMS) এবং বিনামূল্যে BSNL tunes ও Eros Now ।
BSNL ৬৯৯ টাকার প্ল্যান
বিএসএনএল তাদের ৬৯৯ টাকার প্রোমোশনাল অফার রিচার্জের মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করেছে। অর্থাৎ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত উপভোক্তারা এই বিকল্পটি রিচার্জ করতে পারবেন। প্ল্যানটি রিচার্জের ফলে তারা এফইউপি নিষেধাজ্ঞাহীন অফুরন্ত ভয়েস কলিং, দৈনিক ১০০ এসএমএস প্রেরণ এবং ০.৫ জিবি পর্যন্ত দ্রুত গতির ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।
BSNL ১,৯৯৯ টাকার প্ল্যান
১,৯৯৯ টাকার প্ল্যানে মিলবে ৫০০ জিবি পর্যন্ত অফুরন্ত ডেটা ব্যবহারের সুযোগ। সাথে রয়েছে আরও অন্যান্য সুবিধা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊