কুয়োর মধ্যে উদ্ধার যুবকের দেহ 



রামকৃষ্ণ চ্যাটার্জী :- আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত   42 নম্বর ওয়ার্ডের মদভাটি এলাকায় কালি মন্দির সংলগ্ন এলাকায় একটি কুয়োর মধ্যে যুবককে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় ।


ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিন থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে দক্ষিন থানার পুলিশ,  দমকলের একটি ইঞ্জিন।


স্থানীয় বাসিন্দারা জানান , সকালে মন্দিরে পূজা করতে এসে ছিলেন, সে সময় কুয়ো চত্তরে কাউকে লক্ষ করেননি। তার কিছুক্ষণ পরে  হঠাৎই  শোনা যায় এক যুবক  কে কুয়োর  মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে ।




উদ্ধার কাজে আসেন দমকল কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় , স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ছেলেটির নাম রাজু রহিত- বছর ২৭ এর যুবক। 

তদন্তে নেমেছে আসানসোলের দক্ষিণ থানার পুলিশ।