Latest News

6/recent/ticker-posts

Ad Code

কখনো পুরানো সেক্সি ডায়েট চার্টের স্মৃতিচারণা তো কখনো নিজেকে মেলে ধরার জন্য ছবি পোস্ট

কখনো পুরানো সেক্সি ডায়েট চার্টের স্মৃতিচারণা তো কখনো নিজেকে মেলে ধরার জন্য ছবি পোস্ট

niharica







পেশায় ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ। তাও আবার সুদুর আমেরিকার বাল্টিমোরের জনস্‌ হপকিন্স হাসপাতাল তার কর্মস্থল। এমন একটি পেশা ছেড়ে এখন বলিউড তারকা নিহারিকা (niharica_raizada)। এখন অনেকের হৃদয়েই ঢেউ তোলেন এই তারকা।



তার আবেদনময়ী দেহ, মোহনীয় রুপ সাথে অভিনয় গুন মিলে তিনি এখন বলিউডের এক পরিচিত মুখ।



তবে বাংলা ছবির দর্শক তাঁকে দেখেছে ২০১৩ সালেই। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত কমেডি ফিল্ম ‘ডামাডোল’-এ। এখানে নজর কাড়ে নিহারিকা (niharica_raizada)

নিহারিকার লেটেস্ট ছবি দেখতে ক্লিক করুন- Click 



এরপর এক এক করে মশান, ওয়ারিওর সাবিত্রি, ডামাডোল এ ক্যারিয়ার গড়তে দেখা যায় নিহারিকাকে।

credit: niharica raizada instagram
credit: niharica raizada instagram



সাম্প্রতিক সময়ে মডেল ফটুশ্যুটেই ব্যস্ত নিহারিকা, কখনো পুরানো সেক্সি ডায়েট চার্টের স্মৃতিচারণা তো কখনো নিজেকে মেলে ধরার জন্য ছবি পোস্ট করছেন স্যোসাল মিডিয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code