আগুনে পুড়ে মৃত্যু এক মহিলার , আটক স্বামী 




রামকৃষ্ণ চ্যাটার্জী :- 


আসানসোল পৌর নিগমের ৭৬ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূ নিজেকে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে এসে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।



এ প্রসঙ্গে ৭৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি রাজেশ সিংহ জানান আজ সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় এক যুবক সন্তোষ কুমার ঠাকুর এর স্ত্রী নিজেকে আগুন লাগিয়ে নিয়েছিল ।যার ফলে তার চিৎকার শুনে স্থানীয় যুবকরা তাকে বাঁচানোর চেষ্টা করে।তবে দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল এবং লোহার তৈরি ছিল যার কারণে স্থানীয়রা একটি জানালা ভেঙে কোন রকমে প্রবেশ করলে ততক্ষনে ওই মহিলা পুরোপুরি আগুনে পুড়ে গেছিল।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


ওই মহিলার স্বামী সন্তোষ কুমার কৃষি বিভাগের কর্মী।তবে মৃত মহিলার দাদা রোহিত ঠাকুর জানিয়েছেন গত চার মাস ধরে তার বোনকে শ্বশুর বাড়িতে নির্যাতন করা হচ্ছে। তাকে মারধর করা হচ্ছিল। রোহিত স্পষ্টই বলেন যে তার বোন মনীষা খুন হয়েছে।তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করেন।মণিশা ও সন্তোষ ২০১৭ সালে বিয়ে হয়েছিল।

তবে মৃত মহিলার স্বামীকে পুলিশ আটক করেছেন ।