আবগারি দফতরের অভিযান চালিয়ে দেশী মদ তৈরির জিনস বাজেয়াপ্ত
রামকৃষ্ণ চ্যাটার্জী :- আবগারি বিভাগের বারাবনি থানার ইনচার্জ আবুতাহির এর নেতৃত্বে সালানপুর ও বারাবনির এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে
দেশীয় মদ তৈরির চুল্লি নষ্ট করা হয় ও মদ তৈরিতে ব্যবহৃত জিনিস পত্র বাজেয়াপ্ত করা হয়।
আবগারি বিভাগের বারাবনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুতাহির জানান যে দেশীয় মদ তৈরির গোপন তথ্য পাওয়ার পর আবগারি থানার ওসি আবুতাহির শেখ তার কর্মকর্তাদের সাথে অভিযান চালায়।তারা সালানপুর থানার পিঠাকেয়ারী ও কাশকুলি এবং বারাবনি থানার নাদাই গ্রামের অবৈধ মদের ভাটিতে এই অভিযান চালায় কিন্তু তাদের দেখে দেশী মদ তৈরির লোকেরা পালিয়ে যায়।
এদিন বিভিন্ন এই অভিযান চলাকালীন ১৫ লিটার অবৈধ ডিস্টিল অ্যালকোহল,স্থায়ী ওয়াশ, ২২০.০ লিটার,মহুল ফুল -২০ কেজি, এবং অ্যালুমিনিয়াম হ্যান্ডি -৮ জব্দ করা হয়েছিল।
1 মন্তব্যসমূহ
latest news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊