একদিকে সুপার সাইক্লোন যশ অন্যদিকে এক মহাজাগতিক ঘটনার সাক্ষ্মী থাকবে দেশ  







আবহাওয়া দপ্তরের খবর অনুসারে ২৬ মে আছড়ে পড়বে সুপার সাইক্লোন যশ। ঠিক সেদিনই একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলছে। 

ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ মে বুধবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে খুব অল্প সময়ের জন্য সন্ধ্যের পর ভারত থেকে এই আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে। ভারতের উত্তর-পূর্বের কিছু অংশ, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা, ওড়িশা উপকূলের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এই আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা,প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর থেকে।

আংশিক চন্দ্র গ্রহণ শুরু ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ১৫ মিনিটে। পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ৪টে ৩৯ মিনিটে এবং শেষ হবে ৪টে ৫৮ মিনিটে। আংশিক চন্দ্র গ্রহণ শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী ৬টা ২৩ মিনিটে।

কলকাতায় চাঁদ উঠবে সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে। চাঁদ ওঠার পর আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে মাত্র ৮ মিনিট। কোচবিহারে চাঁদ উঠবে সন্ধ্যে ৬টা ১৮ মিনিটে।এখানে আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে মাত্র ৫ মিনিট। ডায়মন্ডহারবারে ৬টা ১৫ মিনিটে চাঁদ উঠবে।এখানে আংশিক চন্দ্র গ্রহণের স্থায়িত্ব হবে মাত্র ৮ মিনিট। দীঘাতে সন্ধ্যে ৬টা ১৬ মিনিটে চাঁদ উঠবে।এখানে চন্দ্র গ্রহণ ৭ মিনিট ধরে দেখা যাবে। মালদায় সন্ধ্যে ৬টা ২১ মিনিটে চাঁদ উঠবে, এখানে আংশিক চন্দ্র গ্রহণ মাত্র ২ মিনিট দেখা যাবে।