স্বস্তির খবর, সুস্থ কবি-ফিরলেন ঘরে 




কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কবি জয় গোস্বামী।  ফলে দুশ্চিন্তার প্রহর গুনতে থাকে গুণমুগ্ধ পাঠক। আজ কবি জয় গোস্বামী পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।  




প্রসঙ্গত, ১৬ মে করোনা আক্রান্ত হওয়ার পর বেলেঘাটা আইডি -তে ভর্তি করা হয়েছিল কবিকে। পরিবার সূত্রে খবর, রবিবার জ্বর আসে কবির। করোনা উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষা করিয়ে রাতে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। তার স্ত্রী ও মেয়েকেও করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে চিকিৎসক। 




তবে চিকিৎসকদের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন কবি। সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কবি জয় গোস্বামীকে। তিনি সুস্থ আছেন।