Latest News

6/recent/ticker-posts

Ad Code

খড়দহ থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ভবানীপুরের পদত‍্যাগী বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‍্যায়

খড়দহ থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছে ভবানীপুরের পদত‍্যাগী বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‍্যায় 





ভবানীপুর বিধানসভা থেকে বিপুলভোটে জয় লাভ করে বিধায়ক হয়েছিলেন শোভন দেব চট্টোপাধ‍্যায়। এমনকি মমতা মন্ত্রী সভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিন্তু সম্প্রতি ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রার্থী হয়ে লড়বেন মমতা বন্দোপাধ‍্যায়। আর তাই পদত‍্যাগ। শোভনদেব জানান, “দলের নির্দেশে নেত্রীর জন্যই ভবানীপুর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। ফের দলই বলেছে, তাই খড়দহের উপনির্বাচনে লড়াই করব।”




এদিকে খড়দহ থেকে কাজল সিনহা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু ভোটের ফলাফলের আগে করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় তাঁর। ফলে এই আসনে ফের নির্বাচন হবে। এই আসন থেকেই প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ‍্যায়। প্রথমে মনে করা হচ্ছিল ভবানীপুর থেকে পদত‍্যাগ করে রাজ‍্যসভায় যাবেন শোভনদেব। কিন্তু সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে তিনি রাজ‍্য রাজনীতিতেই থাকার কথা জানান। 




এদিকে নন্দীগ্রামে হারের পর মুখ‍্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় মাসের মধ‍্যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে জিততে হবে তাঁকে। তাই নিজের পুরোনো সিট ভবানীপুরের প্রার্থী হবেন তিনি। অন‍্যদিকে তুলনায় কম চেনা খড়দহ কেন্দ্রে জয়ের লক্ষ‍্যে লড়াইয়ে নামছেন শোভনদেব। 




আপাতত রাজ‍্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কাতেই নজর দিচ্ছেন তিনি। ঝড়ের পর ক্ষয়ক্ষতি জেনে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। রবিবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,“ঝড়ের দাপট শেষ হলেই ব্লক ভিত্তিক ক্ষতির খতিয়ান নেওয়া হবে। এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে অর্থ দপ্তরে পাঠাব। অনুমোদন করলেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code