করোনা আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল
এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। আজ, বুধবার নিজেই এই খবর জানিয়েছেন তিনি। আজ তিনি টুইটারে লেখেন, '' আমি সকলকে অবগত করছি যে আমি কোভিড-১৯ ইতিবাচক পরীক্ষা করেছি।" ৬১ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক আরও জানিয়েছেন মেডিকেল উপদেশ মেনে চলছেন তিনি।
তার স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন, "আমি আমার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং চিকিত্সা নিচ্ছি।" তিনি সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের সকলকে তাদের পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় সাবধানতা পর্যবেক্ষণ করে শিক্ষা মন্ত্রকের সকল কাজ সাধারনত পরিচালিত হচ্ছে।
This is to inform you all that I have tested COVID positive today. I am taking medication & treatment as per the advice of my doctors.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 21, 2021
Request all those who have come in my contact recently to be observant, and get themselves tested.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊