বিজেপির ফেস্টুন মাটিতে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।



ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের বালাকুড়া এলাকায় বিজেপির ফেস্টুন খোলা কে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি নেতৃত্ব দের দাবি রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী করেছে এই কাজ।



উল্লেখ্য গত ১২ ই এপ্রিল ধূপগুড়ি ঠাকুপাঠ এলাকায় আগামী ১৭ ই এপ্রিল পঞ্চম দফা বিধানসভা ভোটের জনসভায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সেই লক্ষ্যে সাকোয়াঝোড়া থেকে বিজেপির নেতা কর্মী-সমর্থকরা ছুটে যান সেই সভাস্থলে। সভা শেষ হলে পরবর্তীতে ফেস্টুন নিয়ে এসে সাকোয়ঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের বালাকুড়া এলাকায় ফেস্টুন লাগান স্থানীয় বিজেপি নেতৃত্ব।



স্থানীয় পঞ্চায়েত সদস্য সমীর রায় জানান, রাতের অন্ধকারে তৃণমূলের বেশ কিছু গুন্ডা বাহিনী ফেস্টুন গুলো খুলে মাটিতে ফেলে দেয়, সকালে সেই চিত্র চোখে পড়লে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।



খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় এরপর পুলিশ এসে স্থানীয়দের মধ্যে কথা বলে তাদেরকে আশ্বস্ত করে বলে জানা গেছে।


যদিও এ বিষয়ে তৃণমূলের একাংশ জানান,এই বিষয়ে আমাদের কাছে কোন খবর নেই এই বলে অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব।