JNU ছাত্র সংসদে ইতিহাস: সভাপতি পদে জয়ী অদিতি মিশ্র, সম্পূর্ণ লেফট ইউনিটি প্যানেলের জয়
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)-র ছাত্র সংসদ নির্বাচনে এবারে ইতিহাস গড়ল লেফট ইউনিটি। চারটি প্রধান পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা অদিতি মিশ্র হয়েছেন নতুন সভাপতি। ভাইস-প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন কেরলের কে. গোপিকা বাবু, জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুনীল যাদব এবং জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন মধ্যপ্রদেশের দানিশ আলি।
অর্থনীতিতে স্নাতক অদিতি মিশ্র বর্তমানে JNU-র Centre for Comparative Politics and Political Theory (CCPPT)-এ পিএইচডি করছেন। বিহারে স্কুলজীবন শেষ করে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)-তে পড়াশোনা করেছেন তিনি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-র সক্রিয় সদস্য অদিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে জেন্ডার জাস্টিস, প্রগ্রেসিভ ভ্যালু ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের মুখ। তাঁর জয় লেফট ইউনিটির ছাত্র রাজনীতির প্রতি ছাত্রসমাজের আস্থার প্রতিফলন।
কেরলের বাসিন্দা গোপিকা বাবু ২০২২ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন JNU থেকে। বর্তমানে Centre for the Study of Law and Governance (CSLG)-এ পিএইচডি করছেন। AISA ও SFI— দুই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত গোপিকা ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে জোরালো কণ্ঠস্বর।
School of International Studies-এর পিএইচডি গবেষক সুনীল যাদব এবারে নির্বাচিত হয়েছেন জেনারেল সেক্রেটারি পদে। ছাত্র রাজনীতিতে তিনি পরিচিত ডেমোক্রেটিক কালচার, হস্টেল সংস্কার ও সকলের সমান প্রতিনিধিত্বের দাবিতে সরব এক মুখ হিসেবে। তাঁর স্লোগান— “Student Rights, Democratic Values and Inclusive Governance”— এবারের ভোটে গোটা ক্যাম্পাসে প্রতিধ্বনিত হয়েছে।
মধ্যপ্রদেশের নার্সিংহপুর জেলার ছোট্ট গ্রাম বান্দরবাড়ু থেকে উঠে আসা দানিশ আলি ২০১৯ সালে CAA বিরোধী আন্দোলনের সময় আলোচনায় আসেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রদের সমর্থনে নেতৃত্ব দিয়ে তিনি পরিচিত হন। ২০২২ সালে JNU-র Centre for Historical Studies (CHS) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে পিএইচডি করছেন।
এই নির্বাচনের ফলাফল JNU-তে প্রগতিশীল ছাত্র রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখল। লেফট ইউনিটির জয় ছাত্রসমাজের গণতান্ত্রিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিকরণ এবং অধিকার রক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊