মেয়াদ বাড়লো স্পেশাল ট্রেনের 




হোলির মরশুমের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চলার সময়সীমা বাড়ালো রেল। সামনেই দোল। আর দোল-হোলির জন‍্য স্বাভাবিকভাবে একটু ভীড় বাড়ে রেলে। কেউবা হয় ঘরমুখী আবার কেউবা হোলি কাটাতে চলে যায় বাইরে। সেই যাত্রীদের সুবিধা করে দিতেই স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করলো উত্তর-পূর্ব রেল। আগে স্পেশাল ট্রেনের সয়য়সীমা ৩১শে মার্চ পর্যন্ত ছিল। 

এক নজরে দেখে নিন এই তালিকায় কোন কোন গুরুত্বপূর্ণ স্পেশাল ট্রেন চলবে:




০২৫৫৫ গোরক্ষপুর-হিসার গোরাখধাম স্পেশাল ট্রেন (দৈনিক)




০৫০০৪ গোরক্ষপুর-কানপুর আনওয়ারগঞ্জ স্পেশাল ট্রেন




০৫০০৩ কানপুর আনওয়ারগঞ্জ-গোরক্ষপুর স্পেশাল ট্রেন

০২৫৯২ যশবন্তপুর-গোরক্ষপুর স্পেশাল ট্রেন- সপ্তাহে দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার)




০৫০০৭ বারাণসী সিটি-লক্ষ্ণৌ কৃষক স্পেশাল ট্রেন




০৫০০৮ লক্ষ্ণৌ জংশন-বারাণসী সিটি কৃষক স্পেশাল ট্রেন




০৫৯০৯ ডিব্রুগড়-লালগড় স্পেশাল ট্রেন




০৫৯১০ লালগড়-ডিব্রুগড় স্পেশাল ট্রেন

০২৫৭১ গোরক্ষপুর-দিল্লি হামসফর স্পেশাল ট্রেন - সপ্তাহে চারদিন (বুধবার, শুক্রবার, শনিবার, রবিবার)




০২৫৭২ দিল্লি-গোরক্ষপুর হামসফর স্পেশাল ট্রেন- সপ্তাহে চারদিন (সোমবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার)




০২৫৯১ গোরক্ষপুর-যশবন্তপুর স্পেশাল ট্রেন- সপ্তাহে দুই দিন (শনিবার ও সোমবার)