ভোটে লড়ছেন দিলীপ ঘোষ?
২৭শে মার্চ থেকে নির্বাচন। তার আগে দলগুলি প্রকাশ করছে প্রার্থী তালিকা। ভারতীয় জনতা পার্টির তরফে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। কয়েকদিন থেকেই জল্পনা চলছিল এবারের বিধানসভা ভোটে লড়তে পারেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অবশেষে সেই জল্পনার অবসান। বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের প্রধান দিলীপ ঘোষ বলেছেন যে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না এবং রাজ্যে পার্টির প্রচারে মনোনিবেশ করবেন।
দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক সেরে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ কলকাতায় ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। আজকের মধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্য জুড়ে বিজেপির প্রার্থী নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা খুব শীঘ্রই সমাধান করা হবে বলেও জানান। তবে ঘোষিত প্রার্থীদের বদল না করার ইঙ্গিত দেন বিজেপি নেতৃত্ব।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গতকাল দিনভর আলোচনা করেন দিলীপ ঘোষ, মুকুল রায়সহ প্রথম সারির নেতারা। বিজেপির তৃতীয় পর্বের তালিকার ঘোষণার সম্ভাবনা খুব শীঘ্রই রয়েছে বলেই বিজেপি সূত্রে খবর। গতকাল সকাল সাড়ে ১১টা থেকেই শুরু হয়েছে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ বঙ্গ বিজেপির নেতারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊