দিনহাটায় সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার শপথ, সিপিআই(এম)-এর মানববন্ধন ও পতাকা উত্তোলন
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সংবিধান, গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে এক বিশেষ কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। সোমবার দিনহাটায় দলের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এক বিশাল মানববন্ধন ও শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকালে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দিনহাটা শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে দলের কর্মী-সমর্থকরা এক মানববন্ধনে শামিল হন।
এই কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল সংবিধান রক্ষার শপথ গ্রহণ। উপস্থিত জনতার উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করান সিপিআই(এম) কোচবিহার জেলার বর্ষীয়ান নেতৃত্ব তারাপদ বর্মন। সমবেত কণ্ঠে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষায় আপসহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এন্দাদুল হক, সুজাতা চক্রবর্তী এবং দেবেন বর্মন। দলের বহু কর্মী ও সাধারণ সমর্থক এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের ভাষণে বলেন, "দেশের সংবিধানের মূল আদর্শ আজ নানাভাবে প্রশ্নের মুখে। বর্তমান পরিস্থিতিতে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং জাতীয় ঐক্য-অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি।" তাঁরা এই লক্ষ্যে গণআন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে সংবিধান রক্ষার লড়াই অব্যাহত রাখার শপথ নেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊