100% Made in India মোবাইল নিয়ে এল Motorola





100% Made in India মোবাইল নিয়ে এল Motorola 




আত্মনির্ভর ভারত। এবার একশো শতাংশ ভারতেই প্রস্তুত স্মার্টফোন আসছে বাজারে। চিনা পণ‍্যকে টেক্কা দিয়ে ভারতীয়রা ধীরে ধীরে দেশীয় দ্রব‍্যাদির প্রতি ঝুঁকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ার মন্ত্রকেই লক্ষ‍্য করে নিয়েছে যেমন ব‍্যবসায়িক প্রতিষ্ঠান গুলি তেমনি ভারতের নাগরিকরাও। আর সেই হাতিয়ারে ভর করে নয়া স্মার্টফোন আনছে মোটোরলা। 



একাধিক দুর্দান্ত ফিচার নিয়ে মোটরলা নিয়ে আসছে Moto E7 Power। দেখে নেওয়া যাক ফিচার্স- 

  • 4GB RAM 64GB স্টোরেজ এবং 2GB RAM 32GB স্টোরেজ এই দুই ভেরিয়েন্ট রয়েছে। 

  • মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে

  • 2GB র‍্যামের মূল‍্য ৭,৪৯৯ টাকা এবং 8GB র‍্যামের মূল‍্য ৮,২৯৯ টাকা।

  • ফোনটি মিলবে দুটি রঙে ব্লু এবং কোরাল রেড রঙের। 

  • ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চির Max Vision HD । অ্যাসপেক্ট রেশিও 20:9।

  • MediaTek Helio G25 octa-core চিপসেট প্রসেসর

  • 5,000mAh ব্যাটারি 

  • ডুয়াল ক্যামেরা। প্রাইমারি সেন্সর 13MP এবং PDAF সাপোর্টেট। ‘ম্যাক্রো ভিশন’ লেন্সও সাপোর্টেট। 




  • সেলফির জন্য থাকছে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।

  • হ্যান্ডসেটটি Android 10-এর আউট অফ দ্য বক্স দ্বারা চালিত।

  • Google Assistant-এর জন্য ডেডিকেটেড বাটনও দেওয়া রয়েছে।

  • ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP52 রেটিং থাকছে।

  • থাকছে ডুয়াল SIM (ন্যানো ন্যানো) সাপোর্ট।

  • 3.5mm হেডফোন জ্যাক এবং Bluetooth 5.0।

  • 4G VoLTE-এ থাকছে আধুনিক প্রযুক্তির 2×2 MIMO। 



২৬শে ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে শুরু হবে Moto E7 Power-এর সেল। শুধুমাত্র Flipkart-এই পাওয়া যাবে এই ফোন। মোটো-র তরফে জানানো হয়েছে, ফোনটির গ্লোবাল লঞ্চের আগে এ দেশে লঞ্চ করা হল। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ