Breaking News
প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার রুটিন-দেখে নিন এখুনি
কোভিডের কারণে পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুই পরীক্ষা হবে ২০২১-এর জুনে। বুধবার এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয়।
সরকার সায় দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্য সরকারের এই ঘােষণা পড়ুয়াদের অনেকটাই স্বস্তি দেবে বলেই মত শিক্ষা মহলের।
মাধ্যমিকের রুটিন (বর্তমান পত্রিকা সূত্রে প্রাপ্ত-এখনো সরকারি ওয়েবসাইটে আপলোড হয়নি )
১ জুন, মঙ্গলবার প্রথম ভাষা
২ জুন, বুধবার দ্বিতীয় ভাষা
৪ জুন, শুক্রবার ইতিহাস
৫ জুন, শনিবার- ভূগোল
৭ জুন, সােমবার- অঙ্ক
৮ জুন, মঙ্গলবার ভৌত বিজ্ঞান
৯ জুন, বুধবার-জীবন বিজ্ঞান
১০ জুন, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়গুলি
1 মন্তব্যসমূহ
Time???
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊