Breaking News

প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন-দেখে নিন এখুনি 





কোভিডের জন্য স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্লাস চলছে অনলাইনে। ফলে পরীক্ষা কবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাজ্যের পড়ুয়ারা।

কোভিডের কারণে পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুই পরীক্ষা হবে ২০২১-এর জুনে। বুধবার এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয়।

সরকার সায় দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  রাজ্য সরকারের এই ঘােষণা পড়ুয়াদের অনেকটাই স্বস্তি দেবে বলেই মত শিক্ষা মহলের।

উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন-



একই সাথে এই দিন প্র্যাক্টিকাল পরীক্ষা নিয়েও নির্দেশিকা জারি করেছে সংসদ। সংসদ জানিয়েছে-


"২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হযেছে। ১৫ই জুন, ২০২১ থেকে শুরু করে ৩০শে জুন ২০২১ পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। ব্যবহারিক (Practical) পরীক্ষা ১০ মার্চ ২০২১ থেকে ৩১ মার্চ ২০২১ এর মধ্যে বিদ্যায়তনগুলিকে নিতে হবে। Practical পরীক্ষার ক্ষেত্রে করােনার প্রেক্ষিতে বিদ্যায়তনগুলি নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষার বিষয় (Topic) নির্ধারন করে Practical পরীক্ষা সম্পূর্ণ করবেন এবং পরীক্ষান্তে ২০ এপ্রিলের মধ্যে Practical এর নম্বর সংসদে জমা দেবেন।"