আবারও খোলা পিঠের লাস্যময়ী ছবি ঋতুপর্ণার- চোখ ফেরাতে পারবেন না
নব্বই এর দশকের একজন অন্যতম অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা-প্রসেঞ্জিত জুটি তো বাঙালির খুবই পরিচিত হয়ে ওঠে।
এরপর বাংলা চলচ্চিত্র এক অন্যমাত্রায় পৌঁছানো শুরু করে। অভিনয় জগতে অনেক অভিনেত্রীর আগমনও ঘটে। কিন্তু ঋতুপর্ণায় মজে থাকা বাঙালির মনে আজও ঝড় তোলে ঋতুপর্ণা।
লকডাউনে স্যোসাল মিডিয়ার দৌলতে বাংলা চলচ্চিত্র জগত আরও কাছে চলে এসেছে। চলচ্চিত্র শিল্প থমকে যাওয়ায় স্যোসাল সাইটে প্রতিদিনকার আপডেট পাওয়া যায় চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীর।
ঋতু তাঁর নিজস্ব twitter, instagram, facebook ব্যবহারে অনেকটাই এগিয়ে। নিজের প্রোফাইলে ভক্ত সংখ্যায় অসংখ্য। twitter এ 113.1K Followers, instagram এ 396k followers
আর ভক্তদের জন্য নিয়মিত আপডেট দিয়ে যান ঋতু। সম্প্রতি সুইমিং পুলের ছবি শেয়ার করে ট্রেন্ডিং হয়। আজ খোলা পিঠের লাস্যময়ী ছবি পোস্ট করেছে ঋতু-যা ভক্তদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊